আন্তর্জাতিক

ইসরায়েলে মুসলিম-ইহুদি সেলিব্রিটির বিয়ে নিয়ে তুমুল বিতর্ক

By daily satkhira

October 13, 2018

বিদেশের খবর: সম্প্রতি ইসরায়েলে হিব্রুভাষী আরব মুসলিম সংবাদ পাঠিকা লুসি আহারুশ এবং আরবিভাষী ইহুদি জাচি হালেভি বিয়ে করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্কে জড়িয়েছেন চরম ডানপন্থীরা। তারা মনে করছেন, এই আন্তঃধর্ম বিয়েতে গোটা ইসরায়েলই হুমকিতে পড়বে বলে। জানা গেছে, ৩৭ বছর বয়সি আহারুশের জন্ম দক্ষিণ ইসরায়েলে। তার বাবা-মা মুসলিম। তিনিই ইসরায়েলি টেলিভিশনের ইতিহাসে প্রথম হিব্রুভাষী আরব উপস্থাপক। এদিকে, নেটফ্লিক্সে শো ‘ফাউদা’ তে সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন জাচি হালেভি।চার বছর ধরে প্রেম করলেও এতদিন তারা সম্পর্কের কথা প্রকাশ করেননি। বিয়ের পর ইসরায়েলের হায়োম পত্রিকাকে মজা করে এই সেলিব্রিটি জুটি বলেন, আমরা একটা শান্তিচুক্তি সই করলাম। কিন্তু আহারুশ-হালেভি বিষয়টিকে যতটা হালকাভাবেই নেন না কেন, ডানপন্থীরা এ নিয়ে সরব হয়েছেন। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডানপন্থী পার্লামেন্টারিয়ান আরিয়ে দেরি বলেন, এমন বিয়ের ফলে ইহুদিদের অস্তিত্ব হুমকিতে পড়ছে। শাস পার্টির প্রতিষ্ঠাতা দেরি বলেন, এই বিয়ের ফলে বিশ্বজুড়ে ইহুদিদের যেভাবে অন্যরা গ্রাস করছে, তা খুবই পীড়াদায়ক। তিনি বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন ইহুদি হিসেবে আমি এমন কাজের বিরুদ্ধে। তাদের বাচ্চারা বড় হবে, স্কুলে যাবে, পরে বিয়েও করতে চাইবে। তখন তাদের বিশাল সমস্যায় পড়তে হবে। সূত্র: জেরুজালেম পোস্ট, ডয়েচে ভেলে