আশাশুনি ব্যুরো : “অল্প সময়ে সল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানকে সামনে রেখে পোষ্টার ও প্লাকার্ডে সজ্জিত ভ্যানে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় এ মাইকিং প্রোগ্রাম পরিচালনা করা হয়। গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মাওলার নেতৃত্বে এবং গ্রাম আদালত সহকারী অজয় মন্ডলের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন ব্যাপী মাইকিং যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা চালান। উল্লেখ্য, গ্রাম আদালতে পঁচাত্তর হাজার টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস এবং দেওয়ানী মামলার জন্য মাত্র ২০ টাকা ফিস দিতে হয়। এছাড়া আর আর কোন খরচ নেই। গ্রাম আদালতে কোন উকিলের দরকার হয় না। আবেদনকারী কর্তৃক মনোনীত ২ জন প্রতিনিধি (একজন ইউপি সদস্য ও একজন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি) একই ভাবে বাদীও ২ জন প্রতিনিধি মনোনয়ন করবে, এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হবেন গ্রাম আদালতের বিচারক।