খেলা

বল করতে গেলেই গলা থেকে রক্ত বের হয়

By daily satkhira

October 13, 2018

খেলার খবর: অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন হেস্টিং যখনই বল ডেলিভারি দিতে যান তখনই তার গলা থেকে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকরা বিভিন্ন-পরীক্ষা নিরীক্ষার করেও রোগ নির্ণয় করতে পারছেন না ডাক্তাররা। যে কারণে বাধ্য হয়েই অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়াতে হলো এ অস্ট্রেলিয়ানকে। ৩২ বছর বয়সী হেস্টিং দেশের হয়ে একটি টেস্ট, ২৯টি ওয়নাডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। গলা থেকে রক্ত পরার সমস্যার কারণে ২০১৭ সালে টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে অবসর নেন হেস্টিং। আশা ছিল সংক্ষিপ্ত ফর্মেটের খেলা টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার জন্য চুক্তিতে সই করেন। এর আগে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ছিলেন তিনি। নিজের শারীরিক সমস্যা নিয়ে হেস্টিং জানিয়েছেন, ‘‌গত তিন চার মাস ধরে অত্যন্ত কঠিন সময় কাটছে। যখনই বল করার জন্য তৈরি হচ্ছি, আমার গলা থেকে রক্ত বের হচ্ছে। শরীর সুস্থ না হলে এখন আর বল করা সম্ভব নয়। যা ঘটছে, তাতে আমি আতঙ্কিত। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাওয়া ইচ্ছা ছিল। কিন্তু সেটা এখন আর অসম্ভব মনে হচ্ছে না।’ ৩২ বছর বয়সী এই হেস্টিংয় আরও বলেন, ‘কয়েক বছর আগে একবার সমস্যা হয়েছিল। সেই সময় বছরে একবার কাশির সঙ্গে রক্ত আসত। কিন্তু এখন সেটা ঘন ঘন হচ্ছে। ওজন তোলা, রোয়িং করা ঠিকঠাকই পারছি কিন্তু বল করতে গেলেই সমস্যা হচ্ছে। রোগের প্রভাব দীর্ঘমেয়াদি কিনা, ডাক্তাররা সেটুকুও জানাতে পারেননি। তাই আরও ভয় করছে।’