কলারোয়া

কলারোয়ায় ১১টি প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ

By daily satkhira

October 13, 2018

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ১১টি প্রতিষ্ঠানে ১৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা কেড়াগাছি ইউনিয়নে এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সিনিয়র এ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, এড.কাজী আব্দুল্লাহ আল হাবিব, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আবুল খায়ের, প্রভাষক আলতাফ হোসেন, মারুফ হোসেন বাবু, জেলা ন্যাপ এর সভাপতি হায়দার আলী শান্ত, প্রধান শিক্ষক বদরুল রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইয়ার আলী, বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, যুবলীগনেতা সম গোলাম সরোয়ার, শেখ শহিদুজ্জামান, ইউপি সদস্য রেহেনা খাতুন, শিক্ষক শাহিন হোসেন প্রমুখ। উল্লেখ্য-সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কর্তৃক অর্থিক সহযোগিতায় কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বৃক্ষ রোপন কর্মসূচির গ্রহন করা হয়েছে।