নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সরকারের উন্নয়ন ও সফালতা প্রচারের নিমিত্তে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শাখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব হোসেন পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনী জন সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশে^র কাছে মানবতার নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি নারী, শিশুদের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে কোনো মানুষ না খেয়ে মারা যায় না। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের যথা সময়ে সার দিয়ে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক পরিবর্তন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সে জন্য বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। প্রায় ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আলো ভোগ করছে। বর্তমানে বাংলাদেশ বিশে^র রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকারের অভূতপূর্ব ছোয়ায় এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নৌকা প্রতিকে ভোট দিয়ে মানুষ ঠকেনি। মানুুষ বরঞ্চ অন্য সরকারের ভাল অবস্থানে আছে। পদ্মাসেতু বর্তমান বাংলাদেশের একটি অন্যতম রোল মডেল। যেটা কেউ কখনও কল্পনা করেনি। বাংলাদেশে হয়েছে অভুতপূর্ব উন্নয়ন। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান নজরুল ইসলাম।