আন্তর্জাতিক

সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ফসফরাস বোমা ফেলেছে মার্কিন জোট

By Daily Satkhira

October 13, 2018

বিদেশের খবর: সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ের দাবিদার মার্কিন জোট দেশটির দেইর আয-জোর প্রদেশে ফসফরাস বোমা ফেলেছে। এ বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।

স্থানীয় সূত্রগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছে, দেইর আয-জোরের ছোট শহর হাজিনে আজ শনিবার মার্কিন জোট ওই বোমা ফেলে। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির খবর জানা যায় নি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর আমেরিকার দুটি এফ-১৫ বিমান থেকে সিরিয়ার এ শহরেই হোয়াইট ফসফরাস বোমা ফেলা হয়েছিল। রাশিয়ার সমন্বয় কেন্দ্রের প্রধান মেজর জেনারেল ভ্লাদিমির শাভচেঙ্কো জানিয়েছিলেন, ওই বোমা হামলার পর সেখানে ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছিল।

গত জুন মাসে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছিল, মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় ফসফরাস বোমা মোতায়েন করেছে। এসব বোমা মূলত সিরিয়ার বেসামরিক নাগরিক কিংবা সিরিয়ার সেনাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। কারণ মার্কিন নেতৃত্বধীন জোট সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের দাবি করলেও এ পর্যন্ত তাদের হামলায় সন্ত্রাসীদের বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি বরং সিরিয়ার বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।