আন্তর্জাতিক

আফগানিস্তানে নারী প্রার্থীর সমাবেশে হামলা, নিহত ১৪

By Daily Satkhira

October 14, 2018

বিদেশের খবর: আফগানিস্তানের সাধারণ নির্বাচনে নারী প্রার্থী নাজিফা ইউসুফির সমর্থনে চলা সমাবেশে হামলা চালিয়েছে তালেবান। এতে নিহত হয়েছে ১৪ জন; আহতের সংখ্যা ৩০। তবে প্রার্থী নাজিফা অক্ষত রয়েছেন। তার সমাবেশে যোগ দেয়ার আগমুহূর্তে বিস্ফোরণটি ঘটে।

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে এ ঘটনা ঘটে। আসছে ২০ অক্টোবর আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তালেবান নির্বাচনটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

তাকহার প্রদেশের পুলিশ বাহিনীর মুখপাত্র খলিল আসির বলেন, সাধারণ নির্বাচনের প্রার্থী নাজিফা ইউসুফির নির্বাচনী সমাবেশের পাশে একটি মোটরসাইকেলে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল জঙ্গিরা।

তিনি বলেন, ‘আমরা ১৪ জনের মৃত্যু ও ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করছি। হতাহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।