বিনোদন সংবাদ: ১২ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’। ছবিতে রাজার বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এর মধ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা ছবিটির রিভিউ প্রকাশ করেছে। যার শিরোনাম করা হয়েছে, ‘যিশুর সেরা অভিনয়, তবে কামাল করলেন জয়া’। ভেতরে লেখা, ‘যিশু সেনগুপ্ত সেরা অভিনয়টাই করে গেলেন পুরো ছবিতে। তবে ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই জয়া আহসান। ছবির সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র। সংলাপ, অভিনয় মিলিয়ে তিনি তুখোড়।’ রিভিউকারি অময় দেব রায় আরো লেখেন, ‘সকালের শোতে কোনো বাংলা ছবিতে আগে এত লোক দেখিনি। অতএব পুজোয় সৃজিত যে রাজার আসনে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’ যিশু, জয়া আহসান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল, রাজনন্দিনী পাল প্রমুখ। ছবিটি ভাওয়াল মেজো রাজকুমারের রহস্যময় জীবন নিয়ে তৈরি হয়েছে।