নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্যারাডাইস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টায় সরকারি কলেজ রোডস্থ ইংলিশ প্যারাডাইস ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংলিশ প্যারাডাইসের প্রতিষ্ঠাতা ও আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মল্লিক হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল হাশেম, ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছার রেজা। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক রবিউল ইসলাম, মাসুম বিল্লাহসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ইংলিশ প্যারাডাইসের সাফল্য অগ্রগতি নিয়ে শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ সাফল্যের অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য, এবছর ইংলিশ প্যারাডাইস থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে তাদের মধ্য থেকে ১৫জন শিক্ষার্থী চান্স পেয়েছে। অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও দোয়া কামনা করেন।