রাজনীতি

সাতক্ষীরা সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

By daily satkhira

October 14, 2018

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা এলাকার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক স.ম. তাজমিনুর রহমান টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ কামল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন সাহিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। সম্মেলনে আগামী তিন বছরের জন্য স.ম তাজমিনুর রহমান টুটুলকে সভাপতি ও আবু রায়হানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কৃষি নির্ভর দেশের কথা চিন্তা করে কৃষকদের ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে কৃষকলীগ গঠন করেছিলেন। বিএনপির সরকারের সময় দেশের কৃষকরা পর্চা হাতে করে দ্বারে দ্বারে ঘুরে সার পায়নি। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষকরা তাদের প্রয়োজন মতো সার পাচ্ছে। বক্তারা আরও বলেন দেশ এগিয়ে চলেছে। দেশকে অকার্যকর করতে জাতীয় ঐক্যের নামে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি বানিয়ে সাতক্ষীরায় পাঠাবেন তার পক্ষে কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক লীগ নেতা শেখ আবু রায়হান।