খেলা

জিম্বাবুয়ে সিরিজের আগেই বাংলাদেশে আসছেন মনোবিদ

By Daily Satkhira

October 15, 2018

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খানকে উড়িয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সপ্তাহখানেক তার ক্লাসে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ‘দৃষ্টিভঙ্গি বদল ও আত্মিক শক্তি বাড়াতে’ এ উদ্যোগ নিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সিরিজ চলাকালীন বাংলাদেশ দলকে ছয়-সাত দিন সময় দেবেন আলী আজহার। ১৭ অক্টোবরের দিকে আসবেন তিনি। যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে আমাদের খেলোয়াড়দের জন্য ভাল হবে। ১৮ তারিখ থেকে খেলোয়াড়দের সাথে থাকবেন, কয়েকটি সেশন করবেন।’

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রীর মামলা, সাব্বির রহমান ও নাসির হোসেনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠার পর মনোবিদ আনার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।