খেলা

গেইলকে ফিল্ডার বানিয়ে ৬ বলে ৬ ছক্কা জাজাইয়ের

By daily satkhira

October 15, 2018

খেলার খবর: ১৯৬৮ সালে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম বিরল রেকর্ডটি গড়েন ক্যারিবিয়ান কিংবদন্তি গ্রেট গ্যারফিল্ড সোবার্স। ইংলিশ কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশকে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন। ১৬ বছর পর ১৯৮৪ সালে রঞ্জি ট্রফিতে তিলক রাজকে ৬ ছক্কা মেরে সোবার্সের পরেই নাম লিখান ভারতের রবি শাস্ত্রী। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা এসেছিল ২০০৭ সালে। সেবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফর বাঙ্গের এক ওভারে ৬ ছক্কা হাকিয়েছিলেন গিবস। ঠিক তার কয়েক মাস পরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। এর পর ইংলিশ কাউন্ট্রিতে অ্যালেক্স হেলসের ৬ ছক্কা, এছাড়াও বুড়ো বয়সে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক। এবার সেই কীর্তি গড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই। আফগান প্রিমিয়ার লিগে রবিবার কাবুল জাওয়ানস এর বোলার হজরতউল্লাহ বালাখের এক ওভারে ৬ ছক্কা হাঁকান বালাখ লিজেন্ডসের জাজাই। মজার ব্যাপার হচ্ছে- জাজাইয়ের এমন বিধ্বসী ব্যাটিং মাঠে ফিল্ডার হিসেবে থেকে উপভোগ করেছেন হালের চার-ছক্কার বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। যদিও জাজাই নিজে গেইলকে আদর্শ হিসেবে মানেন।