ফিচার

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৮

By Daily Satkhira

October 15, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার তিন জন আসামী রয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।