অনলাইন ডেস্ক: তেজপাতাকে আমরা মসলা হিসেবেই চিনি। তেজপাতা রান্নায় সুঘ্রাণ এনে স্বাদও বাড়িয়ে দেয়। রূপচর্চায় তেজপাতার কথা শুনেছেন? শুনে হয়তো অদ্ভুত মনে হলেও চুলপড়া বন্ধ করতে তেজপাতা দারুণ কার্যকরী ভুমিকা রাখে। চুল পড়ায় তেজপাতা ব্যবহার করতে হবে হেয়ার প্যাক হিসেবে। এই হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে।
যেভাবে হেয়ার প্যাকটি তৈরি করবেন: প্রথমে কয়েকটি তেজপাতা নিন। এরপর তেজপাতাগুলো গুঁড়া করে নিন। একটি বাটিতে ২ চা চামচ তেজপাতা গুঁড়া নিন। তেজপাতার গুঁড়ায় একটি লেবুর অর্ধেক পরিমাণ লেবুর রস মেশান। এরপর মিশ্রনটিতে ৩ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেটিয়ে নিন।
যেভাবে ব্যবহার করবেন: পরিষ্কার চুলে মিশ্রণটি লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।
হেয়ার প্যাকটি ব্যবহার করার উপকারিতা: তেজপাতার হেয়ার প্যাক প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। তেজপাতা ভিটামিন সি সমৃদ্ধ মাস্কটি খুশকি দূর করতে সাহায্য করবে। এটি চুল পড়া দ্রুত কমায়। এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনার চুলকে করবে ঝলমলে ও মসৃণ।