বিনোদনের খবর: চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়েই আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রূপালি পর্দায় তাকে ইদানিং খুব একটা দেখা না গেলেও নিয়মিতই দেশ ও দেশের বাইরে স্টেজ শো’তে আসছেন এই ঢালি অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গত শনিবার পুত্র আব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার দেশের বাইরে উড়াল দিয়েছেন অপু। আগামী ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি শো’তে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ। এ বিষয়ে অপু বলেন, ‘এবারই প্রথম আমার সঙ্গে কোনও ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। আবার এবারই প্রথম আমার সঙ্গে আমার আদরের সন্তান জয়ও যাচ্ছে।’ স্টেজ শো শেষ করার পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন অপু বিশ্বাস। ছেলের সঙ্গে বিদেশ ভ্রমণের অনুভূতি জানিয়ে অপু বলেন, ‘আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাবার। অবশেষে যেতে পারছি, এটাই অনেক ভালোলাগার।’ আগামী ১৭ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকার।