জাতীয়

জাতীয় নির্বাচনে ৭০০ কোটি টাকা খরচ করবে ইসি

By daily satkhira

October 15, 2018

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনব্যাপী কমিশন বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘আমরা আজ বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি কি পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমাদের নির্দেশনা দিয়েছেন।’ হেলালুদ্দীন আহমদ জানান, ‘সিইসি আমাদের বলেছেন একাদশ সংসদ নির্বাচনের খরচ বাবদ ৭০০ কোটি টাকা বাজেট রয়েছে। এই টাকার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’ ইসি সচিব বলেন, ‘আমরা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ইসির কাছে তুলে ধরেছি। আমরা এরই মধ্যে বেশ কিছু নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেছি। বাকি সামগ্রীগুলো অক্টোবরের মধ্যেই সংগ্রহ করা হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যালট বাক্স ও ব্যালট পেপারের জন্য যাবতীয় প্রস্তুতি ইসির রয়েছে। নির্বাচনের প্রস্তুতির জন্য আরপিও সংশোধন করে তা সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে ইভিএম ব্যবহারের বিষয়টিও ভেবে দেখবে কমিশন।’ এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশন সভা শুরু হয়। পরে দুপুরে বিরতি দিয়ে আবার ৩ টায় বৈঠক শুরু হয়। সকালে সভা শুরুর পর ১০ মিনিটের মাথায় সভায় চলাকালেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার কমিশনার মাহবুব তালুকদার। তবে বাকি তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে নিয়ে বৈঠক চালিয়ে যান সিইসি নূরুল হুদা। ইসি সূত্রে জানা যায়, বাক স্বাধীনতা ‘কেড়ে নেওয়ার’ অভিযোগ তুলে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে নির্বাচন কমিশন সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালকুদার।