সাতক্ষীরা

ফিংড়ীতে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগ জামাই আটক

By daily satkhira

October 15, 2018

 

আশাশুনি প্রতিনিধি:  সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জামাই কতৃক বিদ্যুতের তারে জড়িয়ে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামে এঘটনা ঘটে। জানাগেছে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের ওবাইদুল মোল্যার পুত্র কালাম মোল্যার সাথে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের মকফুর রহমানের কন্যা মারুফা খাতুনের বিয়ে হয়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মারুফা স্বামীকে ডিভোর্স করে। কিন্তু স্বামী কালাম মোল্যা স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন ভাবে ফন্দি করতে থাকে। সর্বশেষ রবিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্বশুর বাড়ীর সকলেই যখন ঘুমিয়ে পড়ে ঠিক সেই মুহুর্তে শ্বশুর শ্বাশুড়িকে হত্যার উদ্যেশ্যে কালাম মোল্যা বিদ্যুতের খোলা তাঁর শ্বশুরের ঘরের দরজায়, বাথরুমের সামনে, বারান্দায়সহ সকল স্থানে জড়িয়ে রাখে যেন শ্বশুর শ্বাশুড়ি ঘরের দরজা খুল্লেই বিদ্যুতের তাঁরে জড়িয়ে মারা যায়। একই সময় চাচা শ্বশুর রওশন কে মারার জন্য একই ভাবে খোলা জিআই তাঁর দিয়ে ঘর ও বারান্দায় জড়িয়ে রাখে। এর পর খুটির মাথায় তার লাগানোর জন্য শুকনা কুঞ্চি নিয়ে লেবু গাছে উঠে। আর তারের সংযোগ দেওয়া মাত্রই বিকট আওয়াজ হয়ে তার পুড়ে যায়। তাৎক্ষনিক পার্শ্ববর্তী লোকজন তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১১টার দিকে ফিংড়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে জামাই কালাম মোল্যাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।