নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ৫হাজার টাকা ও মোবাইলসহ এক রোগীর স্ত্রীর পালস ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের ২নং ওয়ার্ডে এঘটনা ঘটে। ভুক্তভোগী নার্গিস সুলতানা কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী। নার্গিস সুলতানা জানান, তার স্বামী আব্দুল হালিম দীর্ঘ ৯দিন যাবত ফুসফুস জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালের ২নং ওয়ার্ডের ৩নং বেডে চিকিৎসাধীন আছেন। স্বামীর চিকিৎসার খরচ বাবদ মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে অনেক কষ্টে ৫ হাজার টাকা জোগাড় করে একটি পালস ব্যাগে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালে স্বামীর বেডে তার ব্যাগটি রেখে পাশকাটিয়ে ভালোভাবে স্বামীর পাশেই বসার চেষ্টা করেন। কিন্তু মুহুর্তের মধ্যে তার ব্যাগটি সেখান থেকে উধাও হয়ে যায়। ওই ব্যাগটির মধ্যে ৫ হাজার টাকা, একটি মোবাইলসহ মূল্যবান কাগজপত্র ছিলো বলে জানান তিনি। অনেক খোজাখুজি করেও তিনি তার ব্যাগটির কোন সন্ধান পাননি। এঘটনায় ভুক্তভোগী নার্গিস সুলতানা হতাশা গ্রস্থ হয়ে পড়েন এবং হাসপাতালের সিসি ক্যামেরা দেখে চোরের সন্ধানের জন্য দাবি জানান। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন ঢাকায় আছি আপনি আরএমও সাহেবের সাথে কথা বলেন। আরএমও ডা: হাফিজ উল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি হাসপাতালের প্রধানসহকারী কাম হিসাব রক্ষক মাসুম বিল্লাহর সাথে কথা বলতে বলেন। প্রধানসহকারী কাম হিসাব রক্ষক মাসুম বিল্লাহ বলেন, সম্প্রতি হাসপাতালে এধরনের ঘটনা ঘটছে। এখানে প্রায় ৩৫টি সার্কিট ক্যামেরার মধ্যে ৭টি সচল আছে। বাকীগুলো নষ্ট থাকার কারণে চোর সনাক্ত করা যাচ্ছে না। এছাড়া ওই ওয়ার্ডে মহিলারা দায়িত্ব পালন করেন। যে কারণে সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরাটি বন্ধ রাখা হয়েছে।