কলারোয়া প্রতিনিধি: মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এর মহাসপ্তমী পালিত হয় । মহাসপ্তমীতে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকে ভক্তদের মাঝে দেখা যায় ভিন্ন মাত্রার উৎসবের আমেজ। ছোট-বড় সব বয়সের ভক্তদের মধ্যে প্রতিবছর এদিনটি নিয়ে আসে অন্য ধরণের বাড়তি আনন্দ। মহাসপ্তমীকে প্রাণবন্ত করতে কলারোয়া উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ থেকে জয় মহাপ্রভু সেবক সংঘ, শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায় ও সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের উদ্যোগে বিপুল সংখ্যক ভক্ত অনুরাগীদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিক্রমার জন্য বর্ণাঢ্য মটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সনাতন ধর্মীয় নেতা গোষ্ট চন্দ্র পাল, অসিত ঘোষ, মাস্টার প্রদীপ পাল, নরেন্দ্রনাথ ঘোষ, প্রকাশ হালদার, জীবন ঘোষ, প্রশান্ত পাল, শংকর পাল, ময়না পাল, হরিপদ পাল, উদয় রায়, অসীম দাস, সুনীল দাস, ভক্ত দাস, নিমাই দাস, বাবু দাস প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপের সেবকবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেন।