খেলা

অ-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণের উদ্বোধন

By Daily Satkhira

December 27, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় তৃণমূল পর্যায়ের অ-১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মো. মাহবুব আলম পলো, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শাহ আলম শানু, স.ম সেলিম রেজা প্রমুখ। জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের অ-১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ সম্পন্ন করে ৩৫ জনের মধ্যে ২০কে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।