খেলা

বিসিবি একাদশের নেতৃত্বে সৌম্য

By Daily Satkhira

October 18, 2018

খেলার খবর: তিন ওয়ানডের সিরিজে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ে। শুক্রবার সাভারের বিকেএসপিতে হতে যাওয়া ৫০ ওভারের ম্যাচটিতে সফরকারী দলের প্রতিপক্ষ বিসিবি একাদশ। যে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার।

প্রস্তুতি ম্যাচের জন্য বুধবার ১২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ফজলে রাব্বি, আরিফুল হক ও মোহাম্মদ সাউফউদ্দিন আছেন স্কোয়াডে। দলে জায়গা পেয়েছেন বিকেএসপির তরুণ দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও জাকির হাসান। দুজনই বাংলাদেশ দলের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন।

জায়গা পেয়েছেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাজশাহীর পেসার মোহর শেখ অন্তরও। ২০১৬ সালে পেসার হান্ট দিয়ে আলোচনায় আসেন ২১ বছরের এ তরুণ। ৮ অক্টোবর জাতীয় লিগে অভিষেক হয় তার। নেন তিনটি উইকেট।

বিসিবি একাদশ সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, ইবাদত হোসেন চৌধুরী, মোহর শেখ, নাঈম হাসান।