অনলাইন ডেস্ক: সৌদি আরবে চার দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মদিনায় মহানবী হযরত মোহাম্মদের (স.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। সৌদি রাজধানী রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর (স.) কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী। জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নেন। সফরসঙ্গীরাও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সফরের অংশ হিসেবে বুধবার প্রধানমন্ত্রী রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়। সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।