দেশের খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন বিষয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব। সম্মেলনে হেলালুদ্দীন বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। বৈঠকে তাদের জানানো হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলটি দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন প্রতিনিধিরা। সিইসি তাদের ভোটের প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন।