অনলাইন ডেস্ক: যুদ্ধাস্ত্র তৈরিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত। এবার সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান ‘এফ-১৬’ তৈরি হবে ভারতের মাটিতে। আগামী দুই বা তিন বছরের মধ্যে এ প্রজেক্ট শুরু হবে। খবর আনন্দবাজার পত্রিকার। এফ-১৬ এর নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিলশ জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। তিনি বলেন, ভারতে মূলত এই বিমানের উইং বানানো হবে। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে।