কলারোয়া

কলারোয়ায় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

By daily satkhira

October 18, 2018

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা আলমগীর হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ঘরের ইঁদুর, মাঠের ঈদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ঈদুর মারি ফসল রক্ষার জন্য”এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন। এসময় তিনি বলেন, মাঠের ফসল ঘরে তুলে কৃষকরা তাদের সফলতা পাই। কিন্তু ঘরের ভিতরে ঈঁদুর থাকলে সেই ফসল নষ্ট করে ফেলে। ইঁদুর যেমন মানুষের জান-মালের ক্ষতি করে তেমনি সমাজকে নষ্ট করে ফেলে। তাই ইঁদুর নিধন করে ফসলের আগ্রহ বাড়াতে হবে বলে মনে করি। উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব শেখ আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন হাবিল, সামসুদ্দিন আল মাসুদ বাবু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ভারপ্রাপ্ত বজলুর রহমান সরদার প্রমুখ। একই সাথে ৩দিন ব্যাপী জাতীয় খাদ্য দিবস ও খাদ্য মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।