জাতীয়

নির্বাচন গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নের আহ্বান

By daily satkhira

October 18, 2018

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংবিধানের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে তারা প্রস্তুত।

অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না এই বার্তা নিয়েই বৃহস্পতিবার সকালে ইসির সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়াদি নিয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের আশা, আগামী নির্বাচনে ইসির ইভিএম ব্যবহারের পরিকল্পনাসহ নির্বাচনী সহিংসতা বন্ধ এবং ১০ কোটি ৪২ লাখ ভোটারের নিরাপত্তা নিয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নভেম্বরে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধি দল আসার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। পরে বৈঠকের আলোচনা নিয়ে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচনী প্রস্তুতিতে সন্তুষ্ট ইইউ প্রতিনিধি দল।