আন্তর্জাতিক

ইথিওপিয়ার নতুন মন্ত্রিসভার অর্ধেকই নারী

By Daily Satkhira

October 18, 2018

বিদেশের খবর: ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী মঙ্গলবার দেশটির নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন, যার অর্ধেক সদস্যই নারী। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল এ দেশটিতে লিঙ্গ সমতা স্থাপনে এটিকে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ বলেছেন, পুরুষের চেয়ে নারীরা কম দুর্নীতিবাজ। নারীরা নেতৃত্ব দিতে পারেন না-এ কুসংস্কার আমাদের নারী মন্ত্রীরা মিথ্যা প্রমাণ করবে।

ইথিওপিয়ার ইতিহাসে এমন ঘটনা প্রথম, সম্ভবত আফ্রিকা মহাদেশেও। আবিই আহমেদ গত এপ্রিলে ক্ষমতায় আসেন। এরপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে প্রমাণিত করেছেন। সর্বশেষ তিনি নারী-পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০-এ নামিয়ে এনেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া হয়েছে একজন নারীর হাতে।