আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

By daily satkhira

October 19, 2018

বিদেশের খবর: শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসা তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর ক্যারাভান ঠেকাতে মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সিরিজ টুইটে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। সীমান্ত অভিমুখে আসা অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে মেক্সিকোর সরকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন ট্রাম্প।

টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘জনগণের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকা এ দেশগুলোকে সব রকমের অর্থ দেয়া বন্ধের পাশাপাশি এদের (যুক্তরাষ্ট্র অভিমুখে) হানা ঠেকাতে আমি শক্তভাবে মেক্সিকোকে অনুরোধ করেছি; তারা যদি না পারে তাহলে আমি মার্কিন সেনাবাহিনীকে ডেকে দক্ষিণের সীমান্ত বন্ধ করে দেবো।’ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প মধ্য আমেরিকার এ অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে তার প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ভূমিকা দেখিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন বলে ধারণা পর্যবেক্ষকদের।