রাজনীতি

এমপি আব্দুর রহমানকে বর্জনে একজোট হেভিওয়েট ৪ মনোনয়ন প্রত্যাশী

By Daily Satkhira

October 20, 2018

রাজনীতির খবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপিকে বর্জনের ঘোষণা দিয়ে একজোট হয়েছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট চার নেতা। এই চার নেতা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দুই বারের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন এবং বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম. এম. মোশাররফ হোসেন।

চার নেতা আব্দুর রহমানকে জনবিচ্ছিন্ন নেতা আখ্যায়িত করে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অডিটোরিয়ামে আয়োজিত বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন তারা। তৃণমূল নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে আব্দুর রহমানের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হবেন এবং এই নেতারা একসঙ্গে থেকে যৌথ কর্মসূচী পালন করবেন বলে একে অন্যের হাত উচিয়ে ঘোষণা দেন।

এ ব্যপারে এমপি আব্দুর রহমানের অনুগত বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ্ পিকুল বলেন, এই বর্ধিত সভার কিছুই আমাকে জানানো হয়নি। সভাপতি নিয়ম বহির্ভূত ও একক সিদ্ধান্তে সবকিছু করেছেন। প্রধানমন্ত্রী আব্দুর রহমানকে মনোনয়নের ব্যপারে গ্রিন সিগনাল দিয়েছন আর অন্যদের মাঠ থেকে সরে যেতে বলেছেন- এ খবর জানতে পেরেই মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীরা হতাশ হয়ে এসব বক্তব্য দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোহাম্মদ আসাদুল করিম, পৌর মেয়র মোজাফফর হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম.এম জালাল উদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইস্রাফিল মোল্যা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ সহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের নেতা আকরামুজ্জামান মৃধা রুকু, মলয় কুমার বোস, রাহাদুল আকতার তপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, রুপাপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম প্রমুখ। সভা উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।