খেলা

৩ সপ্তাহ মাঠের বাইরে মেসি, খেলা হচ্ছে না এলক্লাসিকো

By daily satkhira

October 21, 2018

অনলাইন ডেস্ক: সেভিয়াকে উড়িয়ে দিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। গোল পেয়েছেন মেসি, কুটিনহো, সুয়ারেজ ও রাকিটিচ। তারপরও মন ভালো নেই গুরু ভালভার্দের। কারণ প্রিয় শিষ্যকে তিন সপ্তাহে মাঠে পাবেন না তিনি। অথচ এই সময়ের মধ্যে লড়তে হবে মর্যাদাপূর্ণ এলক্লাসিকো ও চ্যাম্পিয়নস লিগের শক্ত প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষে। গতরাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান লিওনেল মেসি। তখনই আশঙ্কা ছিলো মেসিকে হারানোর। পরে বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার পরে জানা গেছে মেসির ডান হাতের কবজির ওপরের হাড়ে চির ধরেছে। তাঁকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ২৫ অক্টোবর ও ৭ নভেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে বার্সেলোনা। মাঝে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এলক্লাসিকো। এসব দুঃশ্চিন্তা মাথায় রেখে অন্য শিষ্যদের সাহস যোগাচ্ছেন ভালভারদে। এই খবর পাওয়ার পর বলেছেন, এটা ঠিক যে মেসির অভাববোধ করব আমরা। কিন্তু এটা পুষিয়ে নেওয়ার মতো খেলোয়াড় আছে আমাদের।