বিনোদন

প্রয়োজন আরো নিয়মিত প্রযোজনা

By daily satkhira

October 21, 2018

বিনোদনের খবর: অভিনয়শিল্পী থেকে প্রযোজক হওয়ার রেওয়াজ সারাবিশ্বে চালু আছে। ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতেও এই রেওয়াজ শুরু হয়েছে বেশ আগে। স্বাধীনতা পরবর্তী সময়ে সোহেল রানা বাংলাদেশের সিনেমায় প্রযোজনা শুরু করেন। তার পদাঙ্ক অনুসরণ করে শাবানা, ইলিয়াস কাঞ্চন, মৌসুমীসহ অনেক অভিনয়শিল্পীকে ছবি প্রযোজনা করতে দেখা গেছে। কিন্তু কেউ নিয়মিতভাবে প্রযোজনা করছেন, এমনটা দেখা যায়নি এখন পর্যন্ত। দু-তিনটি সিনেমা প্রযোজনা করে থমকে যান হুট করেই! কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, কাজল, শিল্পা শেঠিসহ অসংখ্য অভিনয়শিল্পী রয়েছেন যারা নিয়মিত প্রযোজনা করছেন। বলিউড ইন্ডাস্ট্রি ছাড়াও অভিনয়শিল্পী থেকে নিয়মিত প্রযোজক হওয়ার উদাহরণ প্রচুর! নায়ক বা নায়িকরা যখন প্রযোজকের খাতায় নাম লেখান তখন লাভ কিন্তু ইন্ডাস্ট্রিরই বেশি হয়। সিনেমার গল্প, চরিত্র নিয়ে বেশ ভালোভাবে কাজ করা হয়। নির্মাণেও আলাদা যত্ন নেওয়া হয়। প্রচারণায় নামা হয় আঁট-ঘাট বেঁধে। বছর শেষে দেখা যায় অভিনয়শিল্পীদের প্রযোজিত সিনেমাগুলোই প্রচারণার দিক থেকে এগিয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, শাকিব খানের প্রযোজিত ‘হিরো; দ্য সুপারস্টার’-এর কথা। এটি ২০১৪ সালের ২৯ জুলাই মুক্তি পায়। মুক্তির পর বেশ ভালো সাড়া পায় চলচ্চিত্রটি, ব্যবসার দিক থেকেও সফল। এই সিনেমার প্রচারণায় শাকিব খানের উপস্থিতি ছিল বলার মতো। কারণ এটি তার প্রযোজিত সিনেমা! এরপর শাকিব খানের অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রচারণার দিক থেকে হিরো দ্য সুপারস্টারই এগিয়ে থাকবে! সিনেমাটি সফল হওয়ার পরও গত ৪ বছরে আর কোনো সিনেমা প্রযোজনা করেননি শাকিব খান। এর কারণ জানতে চাইলে শাকিব খান বলেন, ‘বিভিন্ন কারণে সরে ছিলাম। আমি এরইমধ্যে ঘোষণাও দিয়েছি তরুণদের নিয়ে কাজ করার। আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকটি সিনেমার কাজ শুরু করবো শিগগিরই।’

এ বছর ‘বিজলী’ শিরোনামের চলচ্চিত্রে প্রযোজনার মাধ্যমে প্রযোজকদের খাতায় নাম লেখান চিত্রনায়িকা ববি। যদিও এর আগেও তিনি বিভিন্ন সিনেমায় প্রযোজনা করেছেন, কিন্তু সেভাবে প্রকাশ্যে আসেননি তিনি। তিনি যে সিনেমাগুলো প্রযোজনা করেছিলেন সেগুলোর প্রচারণাও বেশ জোরালোভাবে করেছিলেন।

দশমীতে মুক্তি পাওয়া জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ সিনেমাটিও ভালো একটি উদাহরণ। অনেকেই বলছেন, ‘সিনেমার প্রচারণা করা উচিত দেবীর মতো করে!’ যেভাবে দেবী টিম তাদের সিনেমা দর্শকের কাছে উপস্থাপন করেছে, যেভাবে সেটাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করছে, এখান থেকে অনেককিছুই শেখার আছে অন্যদের। সিনেমাকে কিভাবে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, সেটা দেবী টিম দেখিয়ে দিয়েছে খুব ভালোভাবে। এত প্রচারণার মূলে রয়েছে, এটি এই সিনেমার অভিনেত্রীর প্রযোজিত সিনেমা! এর আগেও জয়া অভিনীত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলোর প্রচারণা খুব জোরালো ছিল না।

জয়া আহসান বলেন, ‘প্রচারণা ছাড়া একটি সিনেমা কখনো সফলতা পায় না। অনেক সিনেমা আছে, যেগুলো প্রচারণার কারণে হল থেকে মুখ থুবড়ে পড়েছে। দর্শকদের কাছে সিনেমাটিকে উপস্থাপন করার উদ্যোগ প্রযোজককেই নিতে হয়। আমি সেদিক থেকে নিজের কাজটিই করেছি। ভবিষ্যতেও প্রযোজনা করার ইচ্ছে রয়েছে। শুধু দেবী করার জন্যই সি-তে সিনেমার জন্ম হয়নি।’

শাকিব খান, জয়া আহসান, ববি ছাড়াও ঢাকাই ইন্ডাস্ট্রির অনেকেই সাম্প্রতিক সময়ে প্রযোজনায় এসেছেন। কিন্তু কেউ নিয়মিতভাবে প্রযোজনা করছেন না। অভিনয়শিল্পী যখন নিজেই প্রযোজনা করেন সেটার প্রতি দর্শকদের আগ্রহও বেশি থাকে। আসলে এই আগ্রহ অভিনয়শিল্পীরাই তৈরি করেন। কিভাবে আরো প্রযোজনা বাড়ানো যায় সেই পরিকল্পনাই করেন তারা। তাই ইন্ডাস্ট্রির এই সময়ে তারকা প্রযোজকদের নিয়মিত প্রযোজনা করা প্রয়োজন বলে মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা।

বিভিন্ন কারণে সরে ছিলাম। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকটি সিনেমার কাজ শুরু করবো শিগগিরই। —শাকিব খান

প্রচারণা ছাড়া একটি সিনেমা কখনো সফলতা পায় না। দর্শকদের কাছে সিনেমাটিকে উপস্থাপন করার উদ্যোগ প্রযোজককেই নিতে হয়। —জয়া আহসান