আন্তর্জাতিক

কাশ্মীরে সেনা ও জঙ্গীদের সংঘর্ষে নিহত ৮

By daily satkhira

October 21, 2018

বিদেশের খবর: কাশ্মীরে নিরাপত্তা কর্মী ও জঙ্গীদের মধ্যে ভয়াবহ গুলিবর্ষণে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন জঙ্গী ও ৫ জন বেসামরিক লোক। গুরুতর আহত হয়েছে ২ জন সেনা। জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলায় এ সংঘর্ষ ঘটে। খবর এনডিটিভির। এনডিটিভির খবরে বলা হয়, একটি গোপন সূত্র পুলিশকে জানায়, ওই এলাকার একটি বাড়িতে দু-তিনজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে রয়েছে। খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই দুই পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে ৩ জঙ্গী নিহত হয়।

পুলিশ আরও জানায়, নিষেধ করা সত্ত্বেও সংঘর্ষ চলাকালীন ওই অঞ্চলে কিছু বেসামরিক লোক ঢুকে পড়ে। আকস্মিক একটি বোমার বিস্ফোরণে ৫ জন নিহত হয়। উল্লেখ্য, দুই দিন আগেই দুটি ঘটনা ঘটে ভূস্বর্গে। শুক্রবার, দক্ষিণ কাশ্মীরে আইইডি বিস্ফোরণে রাষ্ট্রীয় রাইফেলসের সাত জওয়ান আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে শ্রীনগর মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিনের বিস্ফোরণ ও হামলার ঘটনার দায় স্বীকার করেছে জৈইশ-ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী।