নিজস্ব প্রতিবেদক: মাদক বিরোধী কনসার্টকে সামনে রেখে সাতক্ষীরা স্টেডিয়ামের গ্রিল কেটে দুটি স্টল বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় ক্রীড়া কাউন্সিলের অধীন স্টডিয়ামের কোন স্থাপনায় বিনা অনুমতিতে এমনটি করার কোন সুযোগ না থাকলেও গ্রিল কেটে চায়না কিচেন ও চায়না বাংলা ফাস্ট ফুড এর দুটি স্টল বসানো হয়। সরজমিনে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত মাদক বিরোধী কনসার্টকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে,এম আনিছুর রহমানের মালিকানাধীন চায়না বাংলা কিচেন ও চায়না বাংলা ফাস্ট ফুড নামে সেখানে দুটি স্টল বসানো হয়। সাতক্ষীরা স্টেডিয়ামের ভিতরে পূর্ব ও পশ্চিম প¦ার্শে সরকারি গ্রিল কেটে এ দুটি স্টল বসানো হয়। আর এই স্টলের মালপত্র সরবরাহ করার জন্য গ্রিলের বাইরে দাড়িয়ে যাতে ক্রেতারা মালামাল ক্রয় করতে পারেন সেজন্য গ্রিল কাটা হয়েছে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরো পরিচিত করতে ঐতিহ্যবাহী সাতক্ষীরা স্টেডিয়ামের এই গ্রিল কাটা হয়। আর এই গ্রিলটি কাটলেন আবার সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নতুন সাধারণ সম্পাদক কে, এম আনিছুর রহমান তার নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রসারে। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন জানান, গ্রিলকাটা তো দূরের কথা স্টেডিয়ামের একটি ইট গাঁথতে হলেও তার অনুমতি নিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তিনি আরো বলেন, স্টেডিয়ামের মধ্যে যে কোন ধরনের অনুষ্ঠান করতে হলেও তার অনুমতি নিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির দুই জন কর্মকর্তা জানান, এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানানো হয়নি। অন্যদিকে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে, এম আনিছুর রহমান জানান, সাময়িকভাবে গ্রিল কাটা হয়েছে। অনুষ্ঠান শেষ হলে তা আবারও ওয়েল্ডিং করে লাগিয়ে দেয়া হবে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, এ রকম কিছু হওয়ার কথা নয়। তবে, আমি বিষয়টি খোঁজ খবর নেবো।