সাতক্ষীরা

বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৫৫তম জন্মদিন পালিত

By Daily Satkhira

December 31, 2016

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনে ব্যক্তিগতভাবে আড়ম্বর বা আনুষ্ঠানিকতা পছন্দ করেন না কল্যাণ ব্যানার্জি। তবে শুভানুধ্যায়ী, সুহৃদ ও স্বজনদের ভালবাসায় শেষ পর্যন্ত সাংবাদিকের জন্মদিনটি হয়ে উঠল আনন্দময়। অনানুষ্ঠানিক জন্মদিনটিও হঠাৎ করে আনুষ্ঠানিকতাপূর্ণ হয়ে গেল। এই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই দৈনিক প্রথম আলো’র সাতক্ষীরায় নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির শুভ জন্মদিনকে ঘিরে নানা আয়োজনের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। দৈনিক সাতক্ষীরা ও প্রমথ আলো বন্ধুসভার পক্ষ থেকে দিনের শুরুতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। দিনটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর সাতক্ষীরা কার্যালয়ে কল্যাণ ব্যানার্জীকে শুভেচ্ছা জানাতে আসেন সাতক্ষীরা বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকসহ জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বলেন, বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। কাজেই সকলকে বই পড়তে হবে। এর মাধ্যমে যেমন নিজেকে জানা যাবে তেমনি চারিপাশের জগৎ সম্পর্কে সহজে জানা যাবে। তিনি আরও বলেন, বই পড়ার পাশাপাশি অন্যান্য মাধ্যমের মাধ্যমে তথ্যগুলোকেও জানা জন্য সকলকে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, ডেইলি সাতক্ষীরা’র সহ-সম্পাদক ও শ্রমিক লীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, সময় টিভি’র জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, আর টিভি’র জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কালিদাশ রায়, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, গাজী টিভির জেলা প্রতিনিধ কামরুল ইসলাম, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক প্রবর্তনের জেলা প্রতিনিধি কাজী জামালউদ্দীন আল মামুন, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, মেহেদি হাসান প্রমূখ। উল্লেখ্য, কল্যাণ ব্যানার্জি ১৯৬২ সালের ৩০ ডিসেম্বর সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ে পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্বর্গীয় পুলিন বিহারী ব্যানার্জি এবং মাতা স্বর্গীয় ছায়া ব্যানার্জি।