রাজনীতি

সংবাদে প্রকাশিত বক্তব্যে সদর উপজেলার আওয়ামীলীগের প্রতিবাদ

By daily satkhira

October 21, 2018

 

গত ২১ অক্টোবর’১৮ সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকায় তৃণমুল নেতাকর্মীদের সাথে এমপি রবি’র কথিত মতবিনিময় বিষয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদসমূহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে উক্ত সভা থেকে নেতাকর্মীরা আবারো এমপি রবিকে নৌকা প্রতীক প্রদানের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবী করেন। একই সাথে সংবাদে দাবি করা হয়েছে যে, মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামীলীগের ১৪ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১২৬ টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে উক্ত সংবাদে উপস্থিত নেতাদের যে নাম প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, সদর উপজেলার ১৪ ইউনিয়নের ২৮জন সভাপতি-সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদসহ মোট ৩০ জন নেতার মধ্যে মাত্র ১১জন উপস্থিত ছিলেন। অর্থ্যাৎ দুইতৃতীয়াংশই এমপি রবির সভায় যান নি। অন্যদিকে, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডে ২৫২জন সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে সংবাদে উপস্থিত হিসেবে মাত্র ৫জনের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত বাংলাদেশ আওয়ামীলীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হই। এমন একটি গতিশীল ও শক্তিশালী ইউনিটের অধিকাংশ নেতৃবৃন্দকে অবজ্ঞা করে, তাদেরকে পাশ কাটিয়ে আহ্বান করা কোন সভা দলীয় শৃঙ্খলা নষ্ট করা ও সাংগঠনিক কাঠামোকে অস্বীকারের শামিল। অথচ পত্রিকায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মিথ্যাচার করে সকলে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। আমরা এধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।