প্রেস বিজ্ঞপ্তি: গত ২১ অক্টোবর’১৮ সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকায় তৃণমুল নেতাকর্মীদের সাথে এমপি রবি’র কথিত মতবিনিময় বিষয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদসমূহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে উক্ত সভা থেকে নেতাকর্মীরা আবারো এমপি রবিকে নৌকা প্রতীক প্রদানের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবী করেন। একই সাথে সংবাদে দাবি করা হয়েছে যে, মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে উক্ত সংবাদে উপস্থিত নেতাদের যে নাম প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের ১৮জন সভাপতি-সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদসহ মোট ২০ জন নেতার মধ্যে মাত্র ৬ জন উপস্থিত ছিলেন। অর্থ্যাৎ দুইতৃতীয়াংশের বেশী নেতৃবৃন্দ এমপি রবির সভায় যান নি। উল্লেখ্য, বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত বাংলাদেশ আওয়ামীলীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হই। এমন একটি গতিশীল ও শক্তিশালী ইউনিটের অধিকাংশ নেতৃবৃন্দকে অবজ্ঞা করে, তাদেরকে পাশ কাটিয়ে আহ্বান করা কোন সভা দলীয় শৃঙ্খলা নষ্ট করা ও সাংগঠনিক কাঠামোকে অস্বীকারের শামিল। অথচ পত্রিকায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মিথ্যাচার করে সকলে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। আমরা এধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-মোহাম্মদ আবু সায়ীদ সভাপতি পৌর আওয়ামীলীগ, সাতক্ষীরা