আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঙ্কার

By Daily Satkhira

October 22, 2018

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সারগেই রিয়াবকভ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি বাতিল করলে পরিস্থিতি ভয়াবহ হবে।

রবিবার তিনি এক সংবাদমাধ্যমে বলেন, এটা খুবই বাজে একটা উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি নিশ্চিত এটা শুধু দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করবে না সারা বিশ্বজুড়ে এর খারাপ প্রভাব পড়বে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’কে তিনি বলেন, বিশ্বের নিরাপত্তার জন্য এ চুক্তি ছিল। এছাড়া বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের কেউ যাতে অপব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যে ছিল এ চুক্তি। এ সময় তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আমাদের ব্লাকমেইল করতে চাচ্ছে। তারা সুযোগ খুঁজছে আমাদের থেকে কিছু পাওয়ার আশায়।

এর আগে, শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা গত তিন দশক ধরে চলা রাশিয়া-যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র চুক্তিটি তারা বাতিল করতে যাচ্ছে।