বিনোদন

কোহলিকে চেনেন না সানি লিওন!

By Daily Satkhira

December 31, 2016

বিনোদন ডেস্ক: শুনলে চোখ কপালে ওঠার মতোই ব্যাপার। বিরাট কোহলিকে চেনেন না সানি লিওন! এমন অবাক করার মতোই কা- ঘটালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। যা নিয়েই তোলপাড় সৃষ্টি হয়ে ভারতীয় মিডিয়ায়। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর ওই দেশেই অভিনয় করেন সানি। আর সেই কোহলিকেই চেনেন না তিনি! সম্প্রতি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন বলিউডের অভিনেত্রী সানি লিওন। সেখানে সঞ্চালক বিভিন্ন প্রশ্নের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন সানিকে। ক্রিকেটে এই অভিনেত্রীর অজ্ঞতাই ফুটে উঠেছে। সানিকে সঞ্চালকের একটি প্রশ্ন ছিল- ‘ক্রিকেটে সবচেয়ে সুদর্শন পুরুষ কাকে বলে মনে করেন?’ উত্তর দেওয়ার জন্য এক সেকেন্ডও সময় নেননি এই হট মডেল-অভিনেত্রী। সানির কাছে ক্রিকেটে সবচেয়ে সুদর্শন পুরুষ- শচীন টেন্ডুলকার! এরপর তাকে প্রশ্ন করা হয় বিরাট কোহলিকে নিয়ে। সঞ্চালকের প্রশ্ন, ‘কোহলিকে আপনার কেমন লাগে?’ জবাবে সানি লিওন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, বিরাট কোহলি কে? তাকে তো চেনেন না!