জাতীয়

সর্বনাশা ইয়াবা রঙ পাল্টে এখন সাদা

By daily satkhira

October 22, 2018

অনলাইন ডেস্ক: রাজধানীর পশ্চিম রামপুরা থেকে র‌্যাব ৮০ পিস ইয়াবাসহ রাজিক মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে। এই ইয়াবার রং লালচে বা গোলাপি নয়, ধবধবে সাদা। দেখতে অনেকটাই সাধারণ ট্যাবলেটের মতো। কোনো গন্ধও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, রং পরিবর্তন করা ইয়াবা বিপণনের নতুন কৌশল। ইয়াবা বড়িগুলো আটকের পর র‌্যাব সদস্যরা প্রথমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। পরে ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হন, এগুলো আসলে ইয়াবা ট্যাবলেট। ইয়াবায় সাধারণত বিভিন্ন ধরনের ঘ্রাণ থাকে। নতুন আটক ট্যাবলেটে সে ধরনের কোনো ঘ্রাণ নেই। র‌্যাব সদস্যরা বলেন, যে কেউ প্রথম দেখায় এটি সাধারণ ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক মনে করে ভুল করতে পারেন। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি কষ্টসাধ্য হচ্ছে মাদক কারবারিদের। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ব্যবসার নতুন কৌশল হিসেবে এই সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এই চক্রের সব সদস্যকে গ্রেফতার করতে র‌্যাবের চেষ্টা চলছে।