বিনোদন

নভেম্বরে মুক্ত হচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’

By daily satkhira

October 22, 2018

বিনোদনের খবর: বহু প্রতীক্ষার পর দর্শকের সামনে আসতে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। ১৮ অক্টোবর বৃহস্পতিবার ‘আনকাট সেন্সর’র ছাড়পত্র পায় সিনেমাটি। মিস্টার বাংলাদেশকে নভেম্বরে বড় পর্দায় দেখা যাবে। তবে নির্দিষ্ট তারিখ জানা যাবে আগামী সাপ্তাহে। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী গল্প নিয়ে নির্মিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে নভেম্বরে। আবু আক্তারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান। ছবিটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা টিমের বহু পরিশ্রমের ফলেই চলচ্চিত্রের নির্মাণ কাজ ভালো ভাবে শেষ হয়েছে। (বৃহস্পতিবার) আমরা সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নভেম্বরেই মুক্তি পাবে আমাদের স্বপ্নের মিস্টার বাংলাদেশ।’তবে নির্দিষ্ট তারিখটি জানাবো সপ্তাহখানেক পর।’ দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটির গল্প তৈরি করা হয়েছে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির মধ্য দিয়েই প্রথমবার বড় পর্দায় আসছেন টিভি অভিনেত্রী শানারেই দেবী শানু। আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ। গত বছরের শেষের দিকে ‘মিস্টার বাংলাদেশ’-এর শুটিং শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে।