সাতক্ষীরা

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

By daily satkhira

October 22, 2018

নিজস্ব প্রতিবেদক : আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো শ্লোগানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালসহ অতিথিবৃন্দ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুনরায় আলোচনাসভায় মিলিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাসার পল্টু, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (অতি:) নাসিরুল আরিফিনের পরিচালনায় অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক বিভাগ সাতক্ষীরার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করনে বিভিন্ন আলোচনা, পরামর্শ ও উন্মুক্ত মতামত পেশ করেন।