আশাশুনি

আশাশুনিতে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

By daily satkhira

October 22, 2018

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ সড়ক চাই, নিরাপদে থাকতে চাই” শ্লোগানকে সামনে রেখে সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা এবং বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বুধহাটা টু সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। শিক্ষক খান মোঃ সালামত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুর নাহার, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী, আবু সেলিম, মাছরুরা খাতুন, একাডেমি সুপার ভাইজার হাসানুজ্জামান, সুপার মাওঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।