জাতীয়

‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়া হবে : উপাচার্য

By daily satkhira

October 23, 2018

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ১২ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে ৭২টি প্রশ্ন উত্তরসহ হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ভর্তিচ্ছুদের হাতে চলে যায়। এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

এর প্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পায়। জালিয়াতির অভিযোগে প্রশাসন পাঁচজনকে আটকও করে। পরে ১৬ অক্টোবর ফল প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েও পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ভর্তি পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ ও পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।