অনলাইন ডেস্ক: সিলেটের লালবাজারে বিক্রির জন্য উঠেছে ১৮০ কেজি ওজনের একটি বাঘা আইড়। মঙ্গলবার সকালে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির মূল্য ৪ লাখ টাকা হাঁকছেন ক্রেতারা। ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভোরে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে আসা হয় কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন লালবাজারে। এখন তিনি মাছটির মূল্য ৪ লাখ টাকা চাইছেন। তিনি জানান, সকাল থেকে মাছটি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে। এরমধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু তিনি এই দামে বিক্রি করতে রাজি নন বিক্রেতা। যদি সঠিক দাম না পাওয়া যায় তাহলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।