খুলনা

পাইকগাছায় বই উৎসব পালিত

By daily satkhira

January 01, 2017

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আনুষ্ঠানিকভাবে বই উৎসব পালিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিভিন্ন বিষয়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৫৫ টি বইয়ের মধ্যে ৬১ হাজার ৮৭৫ টি বই সংকট রয়েছে।     সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, প্রাথমিক পর্যায়ে সংকট রয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির গণিত, ইংরেজী ও ইসলাম ধর্মের ১৪ হাজার ৪১৫টি বই, মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণির বিজ্ঞান, বাংলা, উচ্চতর গণিত সহ ২৭ হাজার বই, ইবতেদায়ী পর্যায়ে ২০ হাজার ৪৬০টি বই এবং দাখিল পর্যায়ে সকল বই বিতরণ করা হয়েছে। বই উৎসব উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত সরকারের সভাপতিত্বে ও সকাল সাড়ে ১১টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হেমেশ মন্ডলের সভাপতিত্বে পৃথকভাবে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, শোভা রাণী রায় প্রমুখ।