আন্তর্জাতিক

ইয়েমেনে জনসংখ্যার অর্ধেকই দুর্ভিক্ষের মুখে: জাতিসংঘ

By daily satkhira

October 24, 2018

বিদেশের খবর: সৌদি হামলায় আক্রান্ত ইয়েমেনের মোট জনসংখ্যার অর্ধেকই দুর্ভিক্ষ-পূর্ব অবস্থা মোকাবেলা করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত এক রিপোর্টে জাতিসংঘ সতর্ক করে বলে, ‘এখনই ব্যবস্থা নেয়া না হলে ১ কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত হবে।’ বিবিসি, আল-জাজিরা। জাতিসংঘ মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়ক মার্ক লোকক বলেন, নতুন সমীক্ষায় দেখা গেছে বেঁচে থাকার জন্য ত্রানের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা আগের তুলনায় ৩০ লাখ বেশি। তিনি বলেন, ‘এখানে দুর্ভিক্ষের পূর্ব-লক্ষণগুলো একদম স্পষ্ট। দুর্ভিক্ষ নিয়ে কাজ করেন এমন পেশাজীবীরা তাদের জীবনে এত ভয়াবহ পরিস্থিতি আর দেখেননি।’

অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, খাদ্যের অভাব সংশ্লিষ্ট কারণে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হুতি বিদ্রোহীদের দমন করতে ২০১৫ সালে ইয়েমেনে আগ্রাসন চালায় সৌদি আরব। এরপর থেকে সংঘাত চলছে দেশটিতে। যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৭ হাজার মানুষ নিহত হয়েছে। যুদ্ধের কারণে শরণার্থী হয়েছে দুই কোটি ২০ লাখেরও বেশি মানুষ।