সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে রঙিন বই উৎসব

By daily satkhira

January 01, 2017

নিজস্ব প্রতিবেদক :“ নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” এই স্লোগানকে সামনে রেখে কুয়াশামাখা, শিশির স্নিগ্ধ সোনালি সকাল। শীতের মিষ্টি রোদের হাল্কা আঁচ নিতে নিতে যেন প্রস্ফুটিত হয়ে উঠছিল শতসহ¯্র মুকুল। রোববার শীতের সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর ০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বাঙালী জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী গ্রহণ করেছেন। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এবছর ৪৪ লক্ষ ১৬ হাজার ৭শ’ ২৮ জন শিক্ষার্থীকে ৩৩ কোটি ৩৭ লক্ষ ৬২ হাজার ৭শ’ ৬০টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে।’ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সমরেশ কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ২ হাজার সেট নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোমিন গাজী।