খেলা

শচীনের রেকর্ড ভেঙ্গে ওয়ানডে দ্রুততম ১০ হাজার রান কোহলির

By daily satkhira

October 25, 2018

খেলার খবর: মাঠে নামলেই এখন কোন না কোন রেকর্ড গড়ছেন বিরাট কোহলি৷ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও নতুন নজির গড়লেন কোহলি ৷ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি ৷ ভাঙলেন নিজের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ৷ ২০০১ সালে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করেন শচীন টেন্ডুলকার। এর ১৭ বছর পর এই কীর্তি গড়লেন কোহলি৷ এবার কোহলি ছাপিয়ে গেলেন শচীন টেন্ডুলকারকেও। শচীনের এই রেকর্ড গড়তে লেগেছিল ২৫৯ টি ইনিংস। ২০০১ সালের ৩১ মার্চে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁতে সফল হন মাস্টার ব্লাস্টার ৷ সেই সসময় তার বয়স ছিল ২৭ বছর ৷ বিরাটের শচীনকে টপকে যেতে লাগল ২০৫ ইনিংস ৷ অর্থাৎ শচীনের থেকে ৫৪ ইনিংস কম খেলেই ওয়ান ডেতে এই কীর্তি গড়তে সফল কোহলি ৷ এই রেকর্ডের পাশাপাশি এদিন আরও একটি শতরান করেন বিরাট ৷ ওয়ানডেতে এই নিয়ে ৩৭টা সেঞ্চুরি করা হয়ে গেল ভারত অধিনায়কের ৷