নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত জেলে রুহুল আমিন মোড়লকে উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি পাইপগান, চকলেট বোমা, চাকু, মার্বেল, মোবাইল ও নৌকা। বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা খাল থেকে কোষ্টগার্ড সদস্যরা তাদেরকে উদ্ধার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। রুহুল আমিন মোড়ল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে। শ্যামনগর উপজেলার কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের ষ্টেশন কর্মকর্তা আমির হোসেন জানান, বনদস্যুরা অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। কোষ্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল, একটি নৌকা ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।