ভিন্ন স্বাদের সংবাদ: আমাদের মাঝে কেউ কেউ এমন রয়েছি যাদের সকালে এক কাপ চা না হলে মনে হয় যেন দিনের শুরুই হয়নি। চা, কফি ও বিভিন্ন ক্যাফেইন এর প্রতি আমাদের অনেক বেশী আকর্ষণ থাকে। কিন্তু এই চায়ের মাঝে কত ধরণের যে উপাদান মেশানো যায় তা হয়ত আমাদের ধারণার বাহিরে। চায়ের দামও অনেক বেশী কিছু নয়। তবে পৃথিবীতে এমন কিছু চা রয়েছে, যার দাম শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। আমরা যারা প্রতিদিন চা পান করি তারা নিজেদের ঘরে তৈরি করে চা পান করতে পছন্দ করি। এক কেজি চা পাতার মূল্য কত হতে পারে সে বিষয়ে আমাদের সকলের কম-বেশী ধারণা রয়েছে। তবে চা-পাতা ক্রয় করার জন্য যদি লাখ টাকা খোয়াতে হয়, তাহলে আসলেই তা চিন্তার বিষয়। চায়নার ডা হং পাও চা পান করার জন্য আপনার অবিশ্বাস্য মূল্য দিতে হবে। এই চা চীনের উইয়ি পর্বতমালায় চাষ করা হয়। এই চায়ের ঔষধি গুণাগুণ এর জন্য এটি অত্যন্ত বিখ্যাত। একবার মিং শাসকের অসুস্থতা দূর করার জন্য এই চা ব্যবহার করা হয়। এরপরই এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যেখানে এই চা জন্মায় সেখানে রয়েল লালা গাউন দ্বারা আচ্ছাদিত করে রাখা হয়। এর জন্য এই চা পাতাকে ইম্পেরিয়াল রেড রোবও বলা হয়। ডা হং পাও চা প্রতি কেজি ১.২ মিলিয়ন মূল্যে বিক্রয় করা হয়। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চা।